Pages

HSC ICT Study 3rd Chapter( তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস)

তৃতীয় অধ্যায় 

সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস

 জ্ঞানমূলক প্রশ্ন

 



1.সংখ্যা পদ্ধতি বলতে কী ?
উত্তরঃ কোন সংখ্যা প্রকাশের লিখিত রূপকেই সংখ্যা পদ্ধতি বলে৷

2.সংখ্যা পদ্ধতির বেস কি ?
উত্তরঃ কোন সংখ্যা পদ্ধতির ভিত্তি বলতে ঐ সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অংক বা প্রতীক সমূহের সংখ্যাকে বুঝায় ৷

3.বিট কি ?
উত্তরঃ বাইনারি সংখ্যা পদ্ধতির 0 এবং 1 এ দুটি মৌলিক অংক কে বিট বলে বাইনারি ডিজিট শব্দটির সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট ৷

4.বাইট কি ?
উত্তরঃ আটটি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলা হয় ৷ 1 বাইট সমান 1 কারেক্টর ৷

5.নিবল কি ?
উত্তরঃ কম্পিউটার মেমোরিতে আটটি বিট মিলে যে একটি বাইট হয় যেখানে একটি ক্যারেক্টার সংরক্ষিত হতে পারে তার অর্ধেক তথা 4-bit নিয়ে একটি নিবল হয়ে থাকে ৷

6.অঙ্ক কি ?
উত্তরঃ সংখ্যা তৈরির ক্ষুদ্রতম প্রতীকই হচ্ছে অংক ?

7.চিহ্নযুক্ত সংখ্যা কি ?
উত্তরঃ ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন বোঝানোর জন্য সর্ববামে ব্যবহৃত একটি বিটকে চিহ্ন বিট এবং চিহ্নযুক্ত সংখ্যাকে চিহ্নিত সংখ্যা বা সাইন্ড নাম্বার বলা হয় ৷

8. 1এর পরিপূরক কি ?
উত্তরঃ বাইনারি সংখ্যায় 0 এর স্থানে 1 এবং 1 এর স্থানে 0 বসিয়ে বা সংখ্যার বিটগুলোকে উল্টানো কে সংখ্যাটির 1 এর পরিপূরক বলে ৷

9. 2এর পরিপূরক কি ?
উত্তরঃ 1 এর পরিপূরক এর সাথে অতিরিক্ত একটা 1 যোগ করলে 2 এর পরিপূরক পাওয়া যায় ৷

10.কোড বা কম্পিউটার কোড কাকে বলে ?
উত্তরঃ কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত প্রতিটি বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে পৃথক পৃথক ভাবে সিপিইউ কে বোঝানোর জন্য বাইনারি তে রূপান্তর করে বিভিন্নভাবে সাজিয়ে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয় তাকে কোড বলে ৷

11.প্যারিটি বিট কি ?
উত্তরঃ বাইনারি ডেটা বা কোড কে এক স্থান থেকে অন্য স্থানে বা ডিভাইসে সঠিকভাবে প্রেরণের জন্য এর সাথে যে অতিরিক্ত একটি বিট যুক্ত করা হয় তাকে প্যারিটি বলা হয় ৷

12.ইউনিকোড কি ?
উত্তরঃ বিশ্বের সকল ভাষাকে কম্পিউটারে কোড ভুক্ত করার জন্য বড় বড় কোম্পানিগুলো একটি মান তৈরি করেছে যাকে ইউনিকোড বলা হয় ৷

13.নিগেশন কি ?
উত্তরঃ কোন ধনাত্মক সংখ্যা কে ঋণাত্মক সংখ্যায় বা কোন ঋনাত্মক সংখ্যাকে ধনাত্মক সংখ্যায় পরিবর্তন করাকে নিগেশন বা বিপরীতকরণ বলা হয় ৷

14.স্থানীয় মান কি ?
উত্তরঃ সংখ্যার গঠনে স্থানীয় মান একটি গুরুত্বপূর্ণ বিষয় ৷ সংখ্যাটির যে স্থানে অংকটি বা প্রতীকটির অবস্থান তাকে স্থানীয় মান বলা হয় ৷

15.বিসিডি কোড কি ?
উত্তরঃ দশমিক সংখ্যার প্রতিটি অংক কে চার বিট এর সমতুল্য বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করা কে বিসিডি কোড বলে ৷

No comments:

Post a Comment

How to lose 100 pounds without dieting or working out

MATCHA SLIM