নারী তুমি অতিউত্তম সোপান সিঁড়ি
নারী বলহে শেযে পুরুষ সম !!
ভাবো তুমি চিন্ত মনায় ।
অহে নারী নহে তুমি পুরুষ সম,
তুমি অতিউত্তম সোপান সিঁড়ি ।
প্রভুর দান তুমি পেয়েছ অতিউত্তম সম্মান ।
করো কেন শেযে হায় ,পুরুষ সম পেতে লড়াই ।
প্রভুর দয়ায় আসে যে পুরুষ ,
নারীর পেটে থাকে সে।
কান দিয়ো নাকো তাদের কথায় ,
নারী তোমার সম্মান ,চির উত্তম তথায়।
MATCHA SLIM
No comments:
Post a Comment