আল্লাহ্ তুমি মহান, তুমি মেহেরবান
সুন্দর এই ভুবন দেখিয়া বরে এই মন ।
প্রভুর কত অপরূপ লীলা।
মোদের এই সুন্দর জগত দিলা ,
আল্লাহ্ তুমি মহান, তুমি মেহেরবান ।
নানারূপ সৃষ্টির এই পৃথিবী দিলা।
সব সৃষ্টির রহস্য লুকাইয়া ।
তুমি মহান তুমি অতি দয়াবান,
দিয়েছো মোদের সর্বোচ্চ সম্মান।
করিনা যে মোরা তার গুণগান,
পড়ি মোরা বিপদ এর সোপান ।
ওহে তুমি সৃষ্টির এক মাত্র মালিক মহান দয়াবান।
তোমার করুনা ছাড়া উপায় আর কিছু নাই
ক্ষমা করো মোদের গুনাহগার বান্দা তোমার ,
এই মোদের প্রার্থনা হে মহান রব তোমার সোপান।
আল্লাহ্ তুমি মহান, তুমি মেহেরবান ।
MATCHA SLIM
No comments:
Post a Comment