Pages

Friday, April 3, 2020

আলোর দিশা

 

আলোর দিন শেষে আসে অন্ধকার রাত্রি।

শেযে এক মাত্র আল্লাহ্‌র সৃষ্টি।

রাত্রি অন্ধকার শেযে প্রকৃত অন্ধকার নহে ।

মনের ঘরের অন্ধকার ,শেযে প্রকৃত অন্ধকার হে ।

অন্ধকার মন পাজর শেযে বিষাক্ত আড্ডা ঘর ।

পাবেনাকো কবু তাতে সঠিক পথের দিশা যে।

পাবে নাকো সফলতা , আসবে তথায় বিষণ্ণাতা।

তথায় মনকে গড় আলোর দিশায় ।

পাবে তথায় পুন্নতা, যেথায় সফলতা ।

 
অহে মুছন কর মনের কাল,


তথায় পাবে তুমি সহি আলো । 

সেথায় স্মরণ করো তাকে , 

যে সৃষ্টি করেছে তোমাকে ।

No comments:

Post a Comment

How to lose 100 pounds without dieting or working out

MATCHA SLIM