Pages

Wednesday, April 15, 2020

চক্ষু সেযে খুঁজে তোমায়



এই চক্ষু সেযে খুঁজে তোমায়

বসে বসে ভাবে তোমায় ।

মনের গবীর চিন্তনাতে ,

থাকো তুমি সারাটি দিন রাতে।

মনের আকাশ তুমি ছাড়া ,

শেযে এক শূন্যতায় বরা ।

বলবো আমি তোমায় যে,

থাকো তুমি  সাথে যে ।

যেও না কবু তথায়,

ছেড়ে যে এই আমায় । 

No comments:

Post a Comment

How to lose 100 pounds without dieting or working out

MATCHA SLIM