Pages

Friday, April 24, 2020

রমজান সেতো মহান আল্লাহ্‌ দান

 

 

রমজান সেতো মহান আল্লাহ্‌ দান। 

আসছে রামজন কর তার সম্মান। 

কর তোমার গুনাহার পাহাড় নেকের সমান।

Sunday, April 19, 2020

আল্লাহ্ তুমি মহান, তুমি মেহেরবান





সুন্দর এই ভুবন দেখিয়া বরে এই মন ।

প্রভুর কত অপরূপ লীলা। 

মোদের এই সুন্দর জগত দিলা ,

আল্লাহ্ তুমি মহান, তুমি মেহেরবান  ।

নানারূপ সৃষ্টির এই পৃথিবী দিলা।

সব সৃষ্টির রহস্য লুকাইয়া ।

তুমি মহান তুমি অতি দয়াবান,

দিয়েছো মোদের সর্বোচ্চ সম্মান।

করিনা যে মোরা তার গুণগান,

পড়ি মোরা  বিপদ এর সোপান ।

ওহে তুমি সৃষ্টির এক মাত্র মালিক মহান দয়াবান।

তোমার করুনা ছাড়া উপায় আর কিছু নাই

ক্ষমা করো মোদের গুনাহগার বান্দা তোমার , 

এই মোদের প্রার্থনা হে মহান রব তোমার সোপান।   

আল্লাহ্ তুমি মহান, তুমি মেহেরবান  ।

 

Saturday, April 18, 2020

রোজা সম্পর্কে হাদিস

 

 

পরিচ্ছেদঃ ১১৮৩. রমযানের সাওম ওয়াজিব হওয়া প্রসঙ্গে। 

মহান আল্লাহ্‌র বাণীঃ হে মু’মিনগন!

তোমাদের জন্য সিয়াম ফরজ করা হল,

যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর,

যেন তোমরা মুত্তাকি হও (২:১৮৩)

১৭৭০। কুতায়বা ইবনু সা’ইদ (রহঃ) ... তালহা ইবনু ‘উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত যে, এলোমেলো চুলসহ একজন
 গ্রাম্য আরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলেন। তারপর বললেন, ইয়া রাসুলাল্লাহ! আমাকে বলুন, আল্লাহ তা’আলা আমার উপর কত সালাত (নামায/নামাজ) ফরজ করেছেন? তিনি বলেনঃ পাঁচ (ওয়াক্ত) সালাত; তবে তুমি যদি কিছু নফল আদায় কর তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আমার উপর কত সিয়াম আল্লাহ তা’আলা ফরজ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ রমযান মাসের সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম); তবে তুমি যদি কিছু নফল কর তবে তা স্বতন্ত্র কথা। এরপর তিনি বললেন, বলুন, আল্লাহ আমার উপর কি পরিমান যাকাত ফরয করেছেন? রাবী বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে ইসলামের বিধান জানিয়ে দিলেন। এরপর তিনি বললেন, ঐ সত্তার কসম, যিনি আপনাকে সত্য দিয়ে সম্মানিত করেছেন, আল্লাহ আমার উপর যা ফরয করেছেন, আমি এর মাঝে কিছু বাড়াব না এবং কমাবও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ সে সত্য বলে থাকলে সফলতা লাভ করল কিংবা বলেছেন, সে সত্য বলে থাকলে জান্নাত লাভ করল।


Wednesday, April 15, 2020

ভালবাসার গল্প কথা

 

ভালবাসার গল্প কথা ,

একটু আশা সবই নেশা ।

কাটবে নাকো সময় ওরে !

পড় যদি প্রেমে ওরে ।

ভালবাসা সেযে হায় ,

জীবন সেথায় যন্ত্রণায়।

করবে যেথায় সহজ মনে ,

পাবে সেথায় দুঃখ মনে ।

ভালবাসার পুন্ন তথায় ,

দুটি মনের একাগ্রতায় ।

দূর হবে দুঃখ তথায়,

আসবে সেযে শান্তি  তথায় । 

চক্ষু সেযে খুঁজে তোমায়



এই চক্ষু সেযে খুঁজে তোমায়

বসে বসে ভাবে তোমায় ।

মনের গবীর চিন্তনাতে ,

থাকো তুমি সারাটি দিন রাতে।

মনের আকাশ তুমি ছাড়া ,

শেযে এক শূন্যতায় বরা ।

বলবো আমি তোমায় যে,

থাকো তুমি  সাথে যে ।

যেও না কবু তথায়,

ছেড়ে যে এই আমায় । 

নারী তুমি অতিউত্তম সোপান সিঁড়ি



নারী বলহে শেযে পুরুষ সম !!

ভাবো তুমি চিন্ত মনায় ।

অহে নারী নহে তুমি পুরুষ সম,

তুমি অতিউত্তম সোপান সিঁড়ি ।

প্রভুর দান তুমি পেয়েছ অতিউত্তম সম্মান ।

করো কেন শেযে হায়  ,পুরুষ সম পেতে লড়াই ।

প্রভুর দয়ায় আসে যে পুরুষ ,

নারীর পেটে থাকে সে।

কান দিয়ো  নাকো তাদের কথায় ,

নারী তোমার সম্মান ,চির উত্তম তথায়।



Friday, April 3, 2020

আলোর দিশা

 

আলোর দিন শেষে আসে অন্ধকার রাত্রি।

শেযে এক মাত্র আল্লাহ্‌র সৃষ্টি।

রাত্রি অন্ধকার শেযে প্রকৃত অন্ধকার নহে ।

মনের ঘরের অন্ধকার ,শেযে প্রকৃত অন্ধকার হে ।

অন্ধকার মন পাজর শেযে বিষাক্ত আড্ডা ঘর ।

পাবেনাকো কবু তাতে সঠিক পথের দিশা যে।

পাবে নাকো সফলতা , আসবে তথায় বিষণ্ণাতা।

তথায় মনকে গড় আলোর দিশায় ।

পাবে তথায় পুন্নতা, যেথায় সফলতা ।

 
অহে মুছন কর মনের কাল,


তথায় পাবে তুমি সহি আলো । 

সেথায় স্মরণ করো তাকে , 

যে সৃষ্টি করেছে তোমাকে ।

Wednesday, April 1, 2020

মা


মা অতি মূল্যবান,  

 জত কর তুমি তা ,

 

হবে নাকো তার এক পোঁটার সমান । 

 

মা তোমার অনেক আপন ছেড়ো নাকো কভু  ।

 

মায়ের মাঝে লুকীয়ে  আছে অন্তরের প্রভু।

 

মা অতি দয়াময় মায়াময়  ,

 

তথায় অতিউত্তম রুপ ।

 

ছেড়ো নাকো কভু তাকে , 

 

থাকবে তথায় দুঃখের মাঝে। 

 

পাবেনা কভু সুখ যে তথা। 

 

পাবে তথায় অনেক দুখ। 

 

অহে তথায় দেখো শেযে,

 

মায়ের মায়াময়ী রুপ।  

 

পাবে তথায় অনেক সুখ।


রাগলে তোকে লাগে ভালো


রাগলে তোকে লাগে ভালো । 

 

তুই যে আমার একটি আলো 

 

তুই যে আমার মনের বেথা ,

 

না থাকলে মরবে যথা ।  

 

তোর আশাতে থাকি বসে।

 

বলবি তুই যে একটু হেঁসে,

 

''I Love You '' বলবি শেষে ।


 

How to lose 100 pounds without dieting or working out

MATCHA SLIM